প্রমাণ নিয়ে আসুন ব্যবস্থা নেয়া হবে, জাবি সম্পর্কে শিক্ষা উপমন্ত্রী

প্রকাশ: নভেম্বর ০৬, ২০১৯

বণিক বার্তা অনলাইন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চলমান ভিসি বিরোধী আন্দোলনে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ব্রিফিং করেছেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এসময়ে তিনি আন্দোলনকারীদের ‘সুনির্দিষ্ট অভিযোগ’ মন্ত্রণালয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ‘সুনির্দিষ্ট অভিযোগ নিয়ে আসুন অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’ 

আজ বুধবার (০৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের ব্রিফ করেন শিক্ষা উপমন্ত্রী।

শিক্ষা উপমন্ত্রী এ সময় আন্দোলনকারীদের আইন নিজের হাতে তুলে না নেওয়ারও আহ্বান জানান। তিনি বলেন, ‘যেহেতু এরই মধ্যে সিন্ডিকেটের সভায় বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখতে কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। কেউ দোষ করেছে বা অনিয়ম হয়েছে; আমরা ইতোমধ্যেই বলেছি, আমাদের শিক্ষামন্ত্রীও আহ্বান জানিয়েছেন আপনারা প্রমাণাদিসহ অভিযোগ নিয়ে আসুন। কিন্তু এখনো কেউ আসেননি। না এসেই বিশ্ববিদ্যালয়ে একধরনের অচলাবস্থা সৃষ্টি করা হয়েছে। এটা শিক্ষার্থীদের জন্য ভালো ফল নিয়ে আসবে না।’

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সব দল-মতের উপস্থিতি এটা সৌন্দর্য। কিন্তু বিশ্ববিদ্যালয়ের প্রাণ হল তার শিক্ষার্থীরা। এমন কোন কার্যক্রম কখনোই কাম্য নয়, যাতে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হন।’

দাবি দাওয়া থাকলেও দায়িত্বপ্রাপ্ত কারো বাড়ি ঘেরাও করাটাকে একটা ‘অমানবিক বিষয়’ বলেও উল্লেখ করেন শিক্ষাউপমন্ত্রী।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপমন্ত্রী বলেন, ‘আমাদের দেশের উচ্চশিক্ষায় সরকারের হস্তক্ষেপের সংস্কৃতি নেই। তবে সুনির্দিষ্ট অভিযোগ আসলে তা প্রচলিত আইনে ব্যবস্থা নেয়া হচ্ছে।’


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫