আন্দোলনকারীদের ওপর হামলার পর জাবি বন্ধ ঘোষণা

প্রকাশ: নভেম্বর ০৬, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি জাবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামকে অপসারণের দাবিতে আন্দোলনরত শিক্ষক-শিক্ষার্থীদের ওপর গতকাল হামলা করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় চার সাংবাদিক ছয় শিক্ষকসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত আটজনকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ঘটনায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বিশ্ববিদ্যালয়টি।

হামলার ঘটনার পর গতকাল বেলা আড়াইটায় উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে জরুরি সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে বিকাল ৫টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার সিন্ডিকেট সচিব রহিমা কানিজ।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে উপাচার্যপন্থী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের একটি দল শহীদ মিনার থেকে মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনের দিকে যায়। মিছিলসহকারে তারা উপাচার্যের বাসভবনে প্রবেশ করতে চাইলে সেখানে অবস্থানরত আন্দোলনকারীরা তাদের বাধা দেন। এরপর দুপুর পৌনে ১২টার দিকে পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবনে যান। একপর্যায়ে আন্দোলনে শিবির আছে বলে শোরগোল দিয়ে আন্দোলনকারীদের ওপর হামলা চালান তারা। সময় হিন্দু ধর্মাবলম্বী এক আন্দোলনকারীকেও শিবির আখ্যা দিয়ে ছাত্রলীগ কর্মীরা মারধর করেন। হামলায় ছয়জন শিক্ষক চার সাংবাদিকসহ অন্তত ৩০ জন আহত হন।

আহত শিক্ষকরা হলেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাইদ ফেরদৌস, মীর্জা তাসলিমা সুলতানা, দর্শন বিভাগের অধ্যাপক রায়হান রাইন, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক আব্দুর রাজ্জাক, ভূগোল পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ বাংলা বিভাগের অধ্যাপক শামীমা সুলতানা।

আহত শিক্ষার্থীদের মধ্যে আছেন দর্শন বিভাগের মারুফ মোজাম্মেল, ভূগোল পরিবেশ বিভাগের মাহাথির মুহাম্মদ, পরিবেশবিজ্ঞান বিভাগের সাইমুম ইসলাম, নগর অঞ্চল পরিকল্পনা বিভাগের রাকিবুল ইসলাম রনি, ইংরেজি বিভাগের আলিফ মাহমুদ, অর্থনীতি বিভাগের উল্লাস, দর্শন বিভাগের রুদ্রনীল প্রত্নতত্ত্ব বিভাগের সৌমিক বাগচী। এছাড়া সরকার রাজনীতি বিভাগের ৪৪তম আবর্তনের মারিয়াম ছন্দা ৪৭তম আবর্তনের সাউদা নামের দুই নারী শিক্ষার্থীকেও মারধর করতে দেখা গেছে।

সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫