বাংলাদেশের বেসরকারি চ্যানেল ভারতে প্রদর্শনে বিধিনিষেধ নেই —তথ্যমন্ত্রী

প্রকাশ: নভেম্বর ০৬, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের বেসরকারি চ্যানেলগুলো ভারতে প্রদর্শনের জন্য কোনো বিধিনিষেধ নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী . হাছান মাহমুদ। গতকাল ভারতের তথ্য সম্প্রচার এবং পরিবেশ, বন জলবায়ুবিষয়ক মন্ত্রী প্রকাশ জাভাদকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, বিটিভি এখন সমগ্র ভারতবর্ষে ফ্রি ডিশের মাধ্যমে সবাই দেখতে পাচ্ছে। বাংলাদেশের বেসরকারি চ্যানেলগুলো ভারতে প্রদর্শনের ক্ষেত্রেও সরকারি কোনো বিধিনিষেধ নেই। সে কারণে সেগুলো ত্রিপুরাতে দেখা যায়। এটা আমি নিজে দেখেছি। তবে পশ্চিমবঙ্গে সেগুলো দেখা যায় না। সেখানে বাধাটা আসে কেবল অপারেটরদের পক্ষ থেকে। তারা উচ্চ ফি দাবি করে। বিষয়টি আমরা আলোচনা করেছি। ভারতের মন্ত্রী বলেছেন, তারা বিষয়টি অত্যন্ত গভীরভাবে দেখবেন, যাতে চ্যানেলগুলো সেখানেও দেখা যায়। পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ। এমনি দেখা না গেলেও অ্যাপস বা ইউটিউবের মাধ্যমে সবাই তা দেখতে পারছে। সুতরাং আটকে রাখতে চাইলেও রাখা যাবে না। বিষয়গুলো আমরা বিস্তারিতভাবে আলোচনা করেছি।

প্রায় ঘণ্টাব্যাপী বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরো একধাপ এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন . হাছান মাহমুদ প্রকাশ জাভাদকার। সময় তথ্য প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান, তথ্য সচিব আবদুল মালেক, ভারতের হাইকমিশনার রিভা গাঙ্গুলীসহ দুই দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সময় ভারতের তথ্য সম্প্রচারমন্ত্রী বলেন, আমরা তথ্য সংস্কৃতির অনেকগুলো বিষয় যেমন টেলিভিশন, বেতার সম্প্রচার চলচ্চিত্র শিল্প খাতে দুই দেশের সহযোগিতা বৃদ্ধিকল্পে আলোচনা করেছি। আপনারা জানেন, বাংলাদেশ টেলিভিশন এখন সমগ্র ভারতে ফ্রি ডিশের মাধ্যমে দেখা যায়। একইভাবে বাংলাদেশও ভারতের ডিডি চ্যানেল ফ্রি ডিশের মাধ্যমে এখানে সম্প্রচার করছে। এটি পারস্পরিক সহযোগিতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এছাড়াও বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর ওপর দুই দেশ মিলে দুটি চলচ্চিত্র নির্মাণ করছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫