ধানমন্ডির জোড়া খুন

গৃহকর্মী সুরভীসহ ৫ জন রিমান্ডে

প্রকাশ: নভেম্বর ০৬, ২০১৯

আদালত প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডিতে জোড়া খুনের মামলায় গৃহকর্মী মোছা. সুরভী আক্তার নাহিদাসহ সন্দেহভাজন পাঁচজনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক (নিরস্ত্র) মো. রবিউল আলম আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

রিমান্ডে নেয়া বাকি আসামিরা হলেন মো. বেলায়েত হোসেন, গাউসুল আযম প্রিন্স, নুরুজ্জামান মো. বাচ্চু।

গত নভেম্বর ধানমন্ডির ২৮ নম্বর রোডের একটি বাসা থেকে গৃহকর্ত্রী আফরোজা বেগম গৃহকর্মী দিতিকে গলা কেটে হত্যা করা হয়। বাসার আরেকটি ফ্ল্যাটে নিহত আফরোজা বেগমের মেয়ে অ্যাডভোকেট দিলরুবা সুলতানা রুবি তার স্বামী সন্তানদের নিয়ে থাকেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫