সুন্দরবনে ট্রলারসহ ৬০ হরিণ শিকারি আটক

প্রকাশ: নভেম্বর ০৬, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি বাগেরহাট

 সুন্দরবনে হরিণ শিকারে যাওয়ার সময় ফাঁদ তিনটি ট্রলারসহ ৬০ হরিণ শিকারিকে আটক করেছে বন বিভাগ গতকাল ভোরে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের জয়মণি এলাকা থেকে তাদের আটক করা হয় আটককৃতদের কাছ থেকে হরিণ শিকারের ফাঁদ, দা, কুড়াল চুলাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেন বনরক্ষীরা আটককৃতদের বাড়ি রামপাল উপজেলার গৌরম্ভা ইউনিয়নের বিভিন্ন এলাকায়

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. মাহমুদুল হাসান, রাস মেলা উপলক্ষে কিছু লোক হরিণ শিকারের জন্য সংঘবদ্ধ হয়ে নির্ধারিত সময়ের আগেই সুন্দরবনে যাচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে জয়মণি এলাকায় অভিযান চালান বনরক্ষীরা সময় তিনটি ট্রলারকে চ্যালেঞ্জ করা হলে তারা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে পরে ধাওয়া করে ট্রলারসহ তাদের আটক করা হয় ট্রলার তল্লাশি করে হরিণ শিকারের ফাঁদ, দা, কুড়াল, চুলাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় আটকদের সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে রাখা হয়েছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫