আদ্-দ্বীন হাসপাতালে মডেল ফার্মেসি উদ্বোধন

প্রকাশ: নভেম্বর ০৬, ২০১৯

মডেল ফার্মেসি হিসেবে স্বীকৃতি লাভ করেছে রাজধানী মগবাজারে প্রতিষ্ঠিত আদ্-দ্বীন হাসপাতাল ফার্মেসি স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ঔষধ প্রশাসন অধিদপ্তর স্বীকৃতি দিয়েছে গতকাল সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে মডেল ফার্মেসির উদ্বোধন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবু রহমান

সময় উপস্থিত ছিলেন আদ্-দ্বীন হাসপাতালের নির্বাহী পরিচালক ডা. শেখ মহিউদ্দিন, আদ্-দ্বীন হাসপাতাল নার্সিংয়ের ডিজি ডা. নাহিদ ইয়াসমিন, আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আফিকুর রহমান প্রমুখ

মেজর জেনারেল মো. মাহবুবু রহমান বলেন, বাংলাদেশ সরকারের পাইলট প্রকল্পের আওতায় আদ্-দ্বীন হাসপাতাল ফার্মেসিকে মডেল ফার্মেসি হিসেবে ঘোষণা করা হলো

ডা. শেখ মহিউদ্দিন বলেন, মডেল ফার্মেসি সরকারের একটি যুগান্তকারী পদক্ষেপ ওষুধের গুণগত মান বজায় রাখতে মডেল ফার্মেসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

ডা. নাহিদ ইয়াসমিন বলেন, আদ্-দ্বীন হাসপাতাল ফার্মেসিতে ফার্মাসিস্টরা অত্যন্ত দক্ষতার সঙ্গে প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ দিয়ে থাকেন মডেল ফার্মেসি হিসেবে নতুন যাত্রা আদ্-দ্বীন ফার্মেসিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫