সিআইইউতে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন

প্রকাশ: নভেম্বর ০৬, ২০১৯

সমাজের দুস্থ, অসহায় গরিব মানুষকে সহায়তা দিতে সম্প্রতি চিটাগং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউ) সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির (এসডব্লিউএস) আয়োজনে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প ২০১৯

নগরের ফিরিঙ্গী বাজারের হাজী নুরুজ্জামান হাউজিং সোসাইটিতে অনুষ্ঠানের আয়োজন করা হয় এতে অন্তত ৫০০ জন নারী-পুরুষ শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করে

এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অনেকেই এখন নানা ধরনের অন্যায়ের সঙ্গে যুক্ত হচ্ছে তাদের ভেতর দুর্নীতি বসবাস করতে চাইছে

ধরনের সেবামূলক কার্যক্রম তরুণ শিক্ষার্থীদের ভালো কাজে জড়িত হতে বেশি উৎসাহ জোগাবে বলে তিনি উল্লেখ করেন

অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, রোটারি ক্লাব অব চিটাগং মিড সিটির প্রেসিডেন্ট মোহাম্মদ আহম্মেদ, রাজনীতিবিদ শফিক আদনান, সিআইইউর এসডব্লিউএসের উপদেষ্টা . মোহাম্মদ নাঈম আবদুল্লাহ, বিজনেস স্কুলের সহযোগী অধ্যাপক . ইমন কল্যাণ চৌধুরী, এসডব্লিউএসের ফ্যাকাল্টি ইনচার্জ প্রভাষক ইফফাত ইশরাত খান সাবেক সভাপতি মোহাম্মদ হাসান শাহরিয়ার, বর্তমান সভাপতি এসএম আলী রেজা প্রমুখ

সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা জানান, ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনা মূল্যে ৫০ জনের দন্ত, ৯২ জনের চক্ষু, ২১২ জনের রক্তের গ্রুপ নির্ণয় ৮৫ জনের ডায়াবেটিস পরীক্ষা করা হয়

পাশাপাশি ১৫০ জনের নাক-কান ছেদন এবং অন্তত ১৮০ জন মা-শিশু পুরুষের সাধারণ স্বাস্থ্যসেবা পরীক্ষা করা হয় স্বাস্থ্যসেবা কার্যক্রমে ইউএসটিসির চিকিৎসকরা সার্বিক সহায়তা করেন অনুষ্ঠানটি সফল করতে পৃষ্ঠপোষকতায় ছিল রোটারি ক্লাব অব চিটাগং মিড সিটি মেন্টরস চিটাগং

জানতে চাইলে সিআইইউ বিজনেস স্কুলের ডিন সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটির উপদেষ্টা . মোহাম্মদ নাঈম আবদুল্লাহ বলেন, ধরনের কার্যক্রমের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের ভেতর ইতিবাচক গুণাবলি তৈরি হয় সিআইইউতে পড়াশোনা সহশিক্ষা কার্যক্রম একটি অন্যটির পরিপূরক বলে উল্লেখ করেন তিনি  বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫