২১ বছরের নিম্নে হংকংয়ের ব্যবসা কার্যক্রম

প্রকাশ: নভেম্বর ০৬, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 অক্টোবরে হংকংয়ের বেসরকারি খাতের কার্যক্রম ২১ বছরের নিম্নে পৌঁছেছে বলে উল্লেখ করা হয়েছে লন্ডনভিত্তিক বৈশ্বিক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান আইএইচএস মার্কিটের প্রতিবেদনে খবর রয়টার্স

একটি বহিঃসমর্পণ বিলকে কেন্দ্র করে শহরটিতে শুরু হওয়া বিক্ষোভ অব্যাহত থাকায় বৈশ্বিক বাজারে চাহিদা কমেছে হংকংয়ের এতে শহরটির ব্যবসা কার্যক্রম এতটা শিথিল হয়ে পড়েছে বলে জানিয়েছে আইএইচএস মার্কিট পাঁচ মাসের বেশি সময় ধরে চলমান সহিংস বিক্ষোভ শহরটির খুচরা বাজার পর্যটন খাতকেও উল্লেখযোগ্য হারে ক্ষতিগ্রস্ত করেছে এমন পরিস্থিতিতে সেখানকার অর্থনীতি তৃতীয় প্রান্তিকে মন্দায় প্রবেশ করেছে বলে উল্লেখ করা হয়েছে প্রাথমিক সরকারি তথ্যে

এদিকে অক্টোবর পর্যন্ত তিন প্রান্তিকে শহরটির বেসরকারি খাত গত দুই দশকের মধ্যে সবচেয়ে বেশি শ্লথ হয়ে পড়েছে পরিস্থিতিতে আগামীতে শহরটির অর্থনৈতিক নাজুক অবস্থা আরো গভীর হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন আইএইচএস মার্কিটের প্রধান অর্থনীতিবিদ বারনার্ড ডব্লিউ 

তিনি বলেন, চীনের মূল ভূখণ্ডের নতুন ক্রয়াদেশ হ্রাস অব্যাহত থাকায় শহরটির ভবিষ্যৎ নিয়ে সেখানে কার্যরত কারখানাগুলো ক্রমেই আশাহীন হয়ে পড়ছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫