স্পেনের রাজার ছবি পোড়াল কাতালান বিক্ষোভকারীরা

প্রকাশ: নভেম্বর ০৬, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

 স্পেনের রাজা পঞ্চম ফিলিপের বার্সেলোনা সফরকে কেন্দ্র করে উত্তেজনা বেড়েছে দেশটির স্বায়ত্তশাসিত অঞ্চল কাতালোনিয়ায় রাজার সফরের প্রতিবাদে বার্সেলোনার সড়কগুলোয় বিক্ষোভ প্রদর্শন করে কয়েক হাজার স্বাধীনতাকামী কাতালান খবর বিবিসি

গত মাসে সুপ্রিম কোর্ট কাতালোনিয়ার নয়জন স্বাধীনতাকামী নেতাকে কারাদণ্ড দেয়ার পর কয়েক সপ্তাহ ধরে স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় অঞ্চলটিতে উত্তেজনা বিরাজ করছে এর মধ্যে পঞ্চম ফিলিপের সফর উত্তেজনা আরো বাড়িয়ে তুলেছে

বিক্ষোভকারীদের শহরের একটি প্রধান সড়কে রাজার ছবি পোড়াতে দেখা গেছে সময় তারা কাতালোনিয়ার কোনো রাজা নেই বলে স্লোগান দেয়

তবে পঞ্চম ফিলিপের সফরকে কেন্দ্র করে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় তরুণদের মধ্যে পুরস্কার বিতরণের জন্য বার্সেলোনা যান তিনি

এদিকে আগামী রোববার স্পেনে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছর এটি দেশটির দ্বিতীয় সাধারণ নির্বাচন এপ্রিলে অনুষ্ঠিত নির্বাচনের পর যে অচলাবস্থা তৈরি হয়েছে রোববার তার সমাপ্তি ঘটবে বলে আশা করা হচ্ছে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫