নারীদের আর্থিক অন্তর্ভুক্তিতে ভূমিকা রাখবে ডিজিটাল বেতন বিতরণ

প্রকাশ: নভেম্বর ০৫, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

নারীদের আর্থিক অন্তর্ভুক্তিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে ডিজিটাল বেতন বিতরণ প্রক্রিয়া। গতকাল পোশাক কারখানা পরিদর্শন শেষে অভিমত পোষণ করেছেন বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালকসহ একটি প্রতিনিধি দল।

গতকাল আশুলিয়ায় নিউএজ গ্রুপের কারখানা পরিদর্শনে এসে প্রতিনিধি দল বিকাশে বেতন প্রদানে তৈরি পোশাক কর্মীদের জীবনযাত্রার পরিবর্তন এবং কারখানাগুলোর উৎপাদন বৃদ্ধির খোঁজখবর নেন। সময় তারা কর্মীদের কাজের পরিবেশ, অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে কর্মীদের জন্য বিকাশের প্রশিক্ষণ কর্মসূচিগুলো ঘুরে দেখেন এবং কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

বিশ্বব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর প্যাট্রিজিও প্যাগানো বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাতে আমরা ব্যাপক পরিবর্তন দেখেছি। আগে কারখানাগুলো নগদ টাকা বা ব্যাংকের মাধ্যমে বেতন বিতরণ করত, যা ঝামেলাপূর্ণ সময়সাপেক্ষ। ডিজিটাল পদ্ধতিতে বেতন বিতরণ কর্মী মালিকপক্ষ উভয়ের জন্য লাভজনক।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫