পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

পঞ্চম দিনের মতো শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত

প্রকাশ: নভেম্বর ০৫, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি পাবনা

 উপাচার্য অধ্যাপক . রোস্তম আলীসহ প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগ দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে গতকালও বিক্ষোভ করেছেন পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) শিক্ষার্থীরা গতকাল দুপুর ১২টার দিকে পঞ্চম দিনের মতো ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীদের একাংশ পরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, সম্প্রতি ফাঁস হওয়া পাবিপ্রবি উপাচার্য . এম রোস্তম আলীর কাছে চাকরি প্রার্থীর ঘুষ ফেরত চাওয়ার অডিও তদন্তসহ ১২ দফা দাবি পূরণে আন্দোলন করে আসছেন তারা

দাবি পূরণে বেঁধে দেয়া সময়সীমা পার হলেও প্রশাসন কোনো পদক্ষেপ না নেয়ায় উপাচার্যসহ প্রশাসনিক কর্মকর্তাদের পদত্যাগের এক দফা দাবিতে গত বুধবার থেকে আন্দোলন শুরু করে পাবনা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ ১৫ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তার আগেই সংকট সমাধানের দাবি শিক্ষার্থীদের

এদিকে একাডেমিক কার্যক্রম চালু রাখতে সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিতের দাবিতে গতকাল মানববন্ধন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির আয়োজনে প্রশাসনিক ভবনের সামনে কর্মসূচি পালন করা হয়

সময় শিক্ষক নেতারা বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে যেন শিক্ষার পরিবেশ ব্যাহত না হয় শিক্ষার্থীদের দাবি নিয়ে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বের করার আহ্বান জানান শিক্ষকরা তার আগে ক্লাস পরীক্ষা নিয়মিত চালিয়ে যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫