ব্র্যান্ডমূল্যে বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান

প্রকাশ: নভেম্বর ০৫, ২০১৯

বিশ্বের বৃহৎ ব্র্যান্ডগুলোর সিংহভাগই প্রযুক্তি প্রতিষ্ঠান। বহুজাতিক প্রযুক্তি জায়ান্টগুলো সম্পর্কে ধারণা থাকলেও অনেকেরই এসব প্রতিষ্ঠানের ব্র্যান্ডমূল্য সম্পর্কে জানা নেই। ব্র্যান্ড কনসালট্যান্সি প্রতিষ্ঠান ইন্টারব্র্যান্ডের তথ্যমতে, অ্যাপল এখন বিশ্বের সবচেয়ে দামি প্রতিষ্ঠান। ব্র্যান্ডমূল্যে বিশ্বের বৃহৎ ৩০ প্রযুক্তি প্রতিষ্ঠান নিয়ে আয়োজন

শেষ পর্ব


এইচপি

ইন্টারব্র্যান্ডের তথ্যমতে, বহুজাতিক তথ্যপ্রযুক্তি কোম্পানি হিউলেট-প্যাকার্ডের (এইচপি) ব্র্যান্ডমূল্য হাজার ৮৯ কোটি ১০ লাখ ডলারে পৌঁছেছে।

 

সনি

জাপানভিত্তিক বহুজাতিক কনগ্লোমারেট সনি করপোরেশন। এর ব্র্যান্ডমূল্য হাজার ৫১ কোটি ৪০ লাখ ডলারে পৌঁছেছে।

 

সিমেন্স

জার্মানভিত্তিক অটোমেশন কোম্পানি সিমেন্সের ব্র্যান্ডমূল্য হাজার ২৫ কোটি ৯০ লাখ ডলারে পৌঁছেছে।

 

ক্যানন

জাপানভিত্তিক বহুজাতিক ইমেজিং এবং ক্যামেরা, কম্পিউটার প্রিন্টার মেডিকেল সরঞ্জাম নির্মাতা ক্যাননের ব্র্যান্ডমূল্য ৯৪৮ কোটি ২০ লাখ ডলারে পৌঁছেছে।

 

ডেল

মার্কিন কম্পিউটার হার্ডওয়্যার নির্মাতা কোম্পানি ডেলের ব্র্যান্ডমূল্য ৯০৮ কোটি ৬০ লাখ ডলারে পৌঁছেছে।

 

৩এম

বহুজাতিক কনগ্লোমারেট মিনেসোটা মাইনিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানির (৩এম) ব্র্যান্ডমূল্য ৯০৩ কোটি ৫০ লাখ ডলারে পৌঁছেছে।

 

সেলসফোর্স

মার্কিন ক্লাউডভিত্তিক সফটওয়্যার কোম্পানি সেলসফোর্সের ব্র্যান্ডমূল্য ৮০০ কোটি ৪০ লাখ ডলারে পৌঁছেছে।


এইচপিই

হিউলেট-প্যাকার্ড এন্টারপ্রাইজের (এইচপিই) ব্র্যান্ডমূল্য ৭৯০ কোটি ৯০ লাখ ডলারে পৌঁছেছে।

 

 

পেপাল

ইন্টারব্র্যান্ডের তথ্যমতে, বিশ্বব্যাপী অনলাইন লেনদেন সেবাদাতা পেপালের ব্র্যান্ডমূল্য ৭৬০ কোটি ৪০ লাখ ডলারে পৌঁছেছে।

 

 

হুয়াওয়ে

চীনভিত্তিক নেটওয়ার্ক সরঞ্জাম এবং ডিভাইস নির্মাতা হুয়াওয়ের ব্র্যান্ডমূল্য ৬৮৮ কোটি ৭০ লাখ ডলারে পৌঁছেছে।

 

 

প্যানাসনিক

বহুজাতিক ইলেকট্রনিকস করপোরেশন প্যানাসনিকের ব্র্যান্ডমূল্য ৬১৮ কোটি ৯০ লাখ ডলারে পৌঁছেছে।

 

 

উবার

বহুজাতিক রাইড শেয়ারিং কোম্পানি উবারের ব্র্যান্ডমূল্য পৌঁছেছে ৫৭১ কোটি ৪০ লাখ ডলারে।

 

 

নিনতেন্দো

জাপানভিত্তিক ভিডিও গেম নির্মাতা নিনতেন্দোর ব্র্যান্ডমূল্য ৫৫৫ কোটি ডলারে পৌঁছেছে।

 

 

লিংকডইন 

ব্যবসায় দক্ষতা বৃদ্ধির ওয়েবসাইট লিংকডইনের ব্র্যান্ডমূল্য ৪৮৩ কোটি ৬০ লাখ ডলারে পৌঁছেছে।

সূত্র: গ্যাজেটস নাউ


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫