জেএসসি পরীক্ষায় নকলে সহায়তা, অভিভাবকের সাজা

প্রকাশ: নভেম্বর ০৪, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠির নলছিটিতে জেএসসি পরীক্ষায় নকলে সহায়তা করার দায়ে এক অভিভাবকের এক মাসের কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার বিজি ইউনিয়ন একাডেমি কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন এ কারাদণ্ড প্রদান করেন। 

সাজাপ্রাপ্ত কাজী মো. জহিরুল ইসলাম উপজেলার ভুজপুর গ্রামের সেকান্দার আলীর পুত্র। ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন বলেন, বিজি ইউনিয়ন একাডেমি কেন্দ্রে পরীক্ষার হলে নকল সরবারহ করার সময় স্থানীয়রা তাকে আটক করে।

পরে আটককৃত ওই অভিভাবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০/৯ ধারা মোতাবেক এক মাসের কারাদণ্ড অন্যথায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫