পুনর্নিয়োগ পেলেন ঢাবি উপাচার্য আখতারুজ্জামান

প্রকাশ: নভেম্বর ০৪, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

চবি ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য

আগামী চার বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে পুনর্নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। অন্যদিকে অধ্যাপক ড. শিরীণ আখতারকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবং ড. মো. ছাদেকুল আরেফিনকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ২০১৭ সালের ৬ সেপ্টেম্বর থেকে ঢাবির উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে ২০১৬ সালের ২৩ জুন থেকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক ড. শিরীণ আখতার এতদিন বিশ্ববিদ্যালয়টির  উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পাওয়া ড. মো. ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের অধ্যাপক।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫