বৃষ্টিতে রক্ষা পেল পাকিস্তান

প্রকাশ: নভেম্বর ০৪, ২০১৯

সিডনিতে প্রথম টি২০ ম্যাচে পাকিস্তানকে বাঁচিয়ে দিল বৃষ্টি। গতকাল বৃষ্টিবিঘ্নিত ম্যাচটি ১৫ ওভারে নামিয়ে আনা হয়, তাতে সফরকারী পাকিস্তান ৫ উইকেটে ১০৭ রান তোলে। ডাকওয়ার্থ-লুইস মেথডে অসিরা ১১৯ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৩ দশমিক ১ ওভারে ৪১ রান তোলার পর বৃষ্টিতে খেলা পণ্ড হয়ে যায়।

শ্রীলংকাকে হোয়াইটওয়াশ করা অসিরা টানা চতুর্থ জয়ের পথেই ছিল। মাত্র ১৯ বলে তারা ৪১ রান তুলে নেয়, যার মধ্যে ৩৭ রানই ছিল অ্যারন ফিঞ্চের। ব্যাট-বলে এত ভালো খেলার পরও ম্যাচ পণ্ড হওয়ায় হতাশ ফিঞ্চ। তিনি বলেন, ‘এটা খুবই হতাশার। কিন্তু আবহাওয়ার ওপর আপনার খুব বেশি হাত নেই। আমরা ভালো খেলেছি। তাদের ১৫ ওভারে ১০৭ রানে আটকে রাখা ও এরপর জয়ের ট্র্যাকে থাকা ছিল দারুণ প্রয়াস।

আর ১১টি বল মাঠে গড়ালেই ফল আসত এবং তা অসিদের পক্ষেই যেত। মঙ্গলবার ক্যানবেরায় দ্বিতীয় ম্যাচ। এএফপি ও ক্রিকইনফো


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫