রেকর্ড প্রাইজমানি জিতলেন বার্টি

প্রকাশ: নভেম্বর ০৪, ২০১৯

মেয়েদের টেনিসে মৌসুমের শেষ টুর্নামেন্ট ডব্লিউটিএ ফাইনালস জিতে নগদ ৪৪ লাখ ২০ হাজার ডলারের চেক পেলেন অস্ট্রেলিয়ার অ্যাশলে বার্টি। গতকাল ফাইনালে তিনি ৬-৪, ৬-৩ গেমে হারান গতবারের চ্যাম্পিয়ন ইউক্রেনের এলিনা সভিতোলিনাকে।

আগের পাঁচবারের মুখোমুখিতে কখনই সভিতোলিনার বিপক্ষে জয়ের স্বাদ পাননি বার্টি। অথচ মোক্ষম সময়ে এসেই তিনি বাজিমাত করলেন। চীনের শেনঝেন বে স্পোর্টস সেন্টারে ১ ঘণ্টা ২৬ মিনিটের লড়াইয়ে তিনি পরাজিত করেন লাস্যময়ী সভিতোলিনাকে। জয় শেষে ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন বার্টি বলেন, ‘এটা অবিশ্বাস্য এক বছর কাটল আমার। আজ ছিল আমার নিজেকে মেলে ধরার ও শেষ পর্যন্ত লড়াই করার দিন। আমি গর্বিত না হয়ে পারি না।

র্যাংকিংয়ের এক নম্বর পজিশন, ফ্রেঞ্চ ওপেন শিরোপা এবং ডব্লিউটিএ ফাইনালস শিরোপাএমন সব ঈর্ষণীয় সাফল্য নিয়েই বছর শেষ করতে যাচ্ছেন ২৩ বছর বয়সী বার্টি। নারী ও পুরুষ টেনিস ইতিহাসের রেকর্ড প্রাইজমানি জেতার গৌরবও তার সঙ্গী হলো।

 

সূত্র: বিবিসি ও এএফপি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫