ওরিয়ন ইনফিউশনের ইজিএম ১৫ ডিসেম্বর

প্রকাশ: নভেম্বর ০৪, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

কোম্পানির সঙ্ঘবিধির ১১৯ নং ধারায় পরিবর্তন ও রিলেটেড পার্টি ট্রানজেকশন সংক্রান্ত প্রস্তাব অনুমোদনে গত মাসের শেষে বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বানের আদেশ দেয় ওরিয়ন ইনফিউশন লিমিটেডের পরিচালনা পর্ষদ। আগামী ১৫ ডিসেম্বর রাজধানীর অফিসার্স ক্লাবে ইজিএম আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

৩০ জুন সমাপ্ত ২০১৯ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের ১৪ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে ওরিয়ন ইনফিউশনের পরিচালনা পর্ষদ। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য বিষয়ে পর্যালোচনার জন্য ১৫ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৯৭ পয়সা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫