ফেনীতে শিয়ালের মাংস বিক্রির দায়ে কারাদণ্ড

প্রকাশ: নভেম্বর ০৪, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি ফেনী

ফেনীর শর্শদী ইউনিয়নের ফতেহপুর এলাকায় শিয়ালের মাংস বিক্রির দায়ে জাহাঙ্গীর আলম (৪৮) নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর রেলক্রসিং-সংলগ্ন এলাকায় শিয়ালের মাংস বিক্রি করছিলেন জাহাঙ্গীর। খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশের টহল দল ঘটনাস্থল থেকে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান বন্য পশু শিকার ও এর মাংস বিক্রির দায়ে জাহাঙ্গীরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। তিনি সদর উপজেলার মৃত শহিদুর রহমানের ছেলে। ফেনী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাজেদুল ইসলাম পলাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫