বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন আমজাদ হোসেন খান

প্রকাশ: নভেম্বর ০৪, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি যশোর

বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের উপমহাব্যবস্থাপক মো. আমজাদ হোসেন খান মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়েছেন। তাকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বহাল করা হয়েছে। গতকাল বাংলাদেশ ব্যাংক খুলনার উপপরিচালক মাছুম বিল্লাহ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

আমজাদ হোসেন খান ১৯৯৩ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেন। তিনি কেন্দ্রীয় ব্যাংকের খুলনা ও বরিশাল অফিসে বিভিন্ন বিভাগে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তিনি ২০১০ সাল থেকে খুলনা ও বরিশাল বিভাগে ব্যাংকিং সেবাবঞ্চিত প্রান্তিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। পেশাগত জীবনে দাপ্তরিক প্রয়োজনে তিনি জাপান, স্পেন, থাইল্যান্ড ও নেপালে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তিনি একজন রোটারিয়ান, বাংলাদেশ অর্থনীতি সমিতি ও খুলনা মেট্রোপলিটন শুটিং ক্লাবের আজীবন সদস্য। তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ খুলনার সন্ধানী ডোনার ক্লাবের উপদেষ্টা।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫