এফবিসিসিআই ও সিএসিসিআই যৌথ উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

প্রকাশ: নভেম্বর ০৪, ২০১৯

বর্তমান উন্মুক্ত বিশ্বে ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে একটি মানসম্মত বিক্রয় চুক্তি, নির্দিষ্ট আর্থিক লেনদেন এবং বিভিন্ন ডকুমেন্টেশন সঠিকভাবে প্রণয়নের ওপর গুরুত্ব আরোপ করে গতকাল এফবিসিসিআই মিলনায়তনেশর্ট-টার্ম ট্রেড ফিন্যান্স অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড শীর্ষক এক কর্মশালার আয়োজন করা হয়। ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এবং কনফেডারেশন অব এশিয়া প্যাসিফিক চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএসিসিআই) যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।

এফবিসিসিআইয়ের সহসভাপতি মো. রেজাউল করিম রেজনু কর্মশালার উদ্বোধন করেন। এফবিসিসিআই সহসভাপতি হাসিনা নেওয়াজ ও পরিচালক মুনির হোসেন এ সময় উপস্থিত ছিলেন।বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫