সিনহুয়ার অফিসে হামলা

আরো সহিংস হয়ে উঠেছে হংকংয়ের বিক্ষোভ

প্রকাশ: নভেম্বর ০৪, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

হংকংয়ে চলমান বিক্ষোভের মধ্যে গতকাল চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সিনহুয়ার হংকং অফিসে হামলা চালানো হয়েছে। গতকাল চলমান বিক্ষোভ বেশ সহিংস রূপ ধারণ করে। মেট্রো স্টেশনগুলোতে আগুন লাগানোর পাশাপাশি পেট্রল বোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে। খবর রয়টার্স।

চীন নিয়ন্ত্রিত শহরটিতে প্রায় পাঁচ মাস ধরে চলমান বিক্ষোভ কমার কোনো আভাস দেখা যাচ্ছে না। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোর মধ্যে গতকাল সবচেয়ে বেশি সহিংসতা দেখা যায়। বিক্ষোভকারীরা শহরের বেশকিছু ভবনে ভাংচুর চালায়, যার একটি সিনহুয়ার হংকং শাখার কার্যালয়। এছাড়া গতকাল ২০০ জনের বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে।

এর আগে বিক্ষোভকারীদের চীনা বা চীনের স্বার্থ রক্ষাকারী প্রতিষ্ঠানগুলোর ভবনে ভাংচুর চালাতে দেখা গেছে। এবার সিনহুয়াকে লক্ষ্য করে চালানো হামলাকে বেইজিংকে সরাসরি চ্যালেঞ্জ জানানো হিসেবে দেখা হচ্ছে।

হামলার তীব্র নিন্দা জানিয়েছে সিনহুয়া। হামলাকারীরা ভবনের দরজা নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলে এবং লবিতে আগুন পেইন্ট বোমা ছুড়ে মারে বলে সংবাদ সংস্থাটির এক মুখপাত্র জানিয়েছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫