বাজাজ অটোর বিক্রি কমেছে ১৩ শতাংশ

প্রকাশ: নভেম্বর ০৪, ২০১৯

বিশ্লেষকরা আশঙ্কা করেছিলেন, অক্টোবরেও ভারতের গাড়ি খাতে মন্দা বজায় থাকবে। তাদের আশঙ্কা সত্যি প্রমাণ করে গত মাসে বিক্রি কমার তথ্য জানাল বাজাজ অটো। ভারতের টু-হুইলার নির্মাতা বাজাজ অটো জানিয়েছে, গত মাসে তারা স্থানীয় বাজারে মোট লাখ ৭৮ হাজার ৭৭৬ ইউনিট গাড়ি বিক্রি করেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৮৭ শতাংশ কম। পুনেভিত্তিক বাজাজ অটো আরো জানিয়েছে, স্থানীয় বাজারে অক্টোবরে মোটরসাইকেল বিক্রি ১৩ দশমিক ৮৭ শতাংশ কমে দাঁড়িয়েছে লাখ ৪২ হাজার ৫১৬ ইউনিট। গত মাসে কোম্পানিটির মোট রফতানি (মোটরসাইকেল বাণিজ্যিক গাড়িসহ) কমে দাঁড়িয়েছে লাখ ৮৪ হাজার ৪৩২ ইউনিটে, যা ২০১৮ সালের অক্টোবরে ছিল লাখ ৮৬ হাজার ৭৫৭ ইউনিট। মোটরসাইকেল রফতানি দশমিক ৩০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে লাখ ৫৬ হাজার ৩৯৭ ইউনিট। এর পরও মোট মোটরসাইকেল বিক্রি (স্থানীয় বাজার রফতানিসহ) দশমিক ৮৭ শতাংশ কমে দাঁড়িয়েছে লাখ ৯৮ হাজার ৯১৩ ইউনিটে   সূত্র: এনডিটিভি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫