জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু, প্রথম দিনে বহিষ্কার ৩৮

প্রকাশ: নভেম্বর ০৩, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে গতকাল একযোগে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। মাদ্রাসা শিক্ষা বোর্ডসহ সারা দেশের মোট ১০টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৯৭৩টি কেন্দ্রে এ দুই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। পরীক্ষার প্রথম দিনে গতকাল অসদুপায় অবলম্বনের দায়ে ৩৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এছাড়া পরীক্ষায় একজন পরিদর্শকও বহিষ্কৃত হয়েছেন। পরীক্ষার প্রথম দিনে গতকাল অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬৬ হাজার ১৯৪।

গতকাল পরীক্ষার প্রথম দিনে সবচেয়ে বেশি পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে। মোট বহিষ্কৃত ৩৮ পরীক্ষার্থীর মধ্যে ১৮ জনই এ বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছিল। এবারই প্রথম কোনো পাবলিক পরীক্ষায় অংশ নিচ্ছে বোর্ডটি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির হিসাব অনুযায়ী, এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৪ লাখ ৪৮ হাজার ৯৮৮। এর মধ্যে গতকালের পরীক্ষায় অংশ নিয়েছে ২৩ লাখ ৮২ হাজার ৭৯৪ জন।

 


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫