নেত্রকোনায় সীমান্তে ৫৩টি গরু জব্দ

প্রকাশ: নভেম্বর ০৩, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি নেত্রকোনা

নেত্রকোনায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনার সময় ৫৩টি গরু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত শুক্রবার রাতে কলমাকান্দার কালাপানি নামক স্থানে অভিযান চালিয়ে এসব গরু জব্দ করা হয়।

৩১ বিজিবি ব্যাটালিয়ন নেত্রকোনার অধিনায়ক মো. মাহমুদুল হাসান জানান, গত শুক্রবার রাত ১১টার দিকে বিজিবি সদস্যরা কলমাকান্দা উপজেলার কালাপানিতে অভিযান চালায়। এ সময় সীমানা পিলার ১১৭১/৮ এস-এর কাছে বাংলাদেশের ৪০০ গজ অভ্যন্তরে ৫৩টি ভারতীয় গরু জব্দ করা হয়। এসব গরুর আনুমানিক বাজারমূল্য ১৩ লাখ ২৫ হাজার টাকা। গরুগুলো কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে। সীমান্ত এলাকায় পাচার ও অপরাধ রোধে এ অভিযান অব্যাহত থাকবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫