সমৃদ্ধ দেশ গড়তে সমবায় আন্দোলনকে জোরদার করতে হবে —সংস্কৃতি প্রতিমন্ত্রী

প্রকাশ: নভেম্বর ০৩, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি ময়মনসিংহ

ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সমবায় আন্দোলনকে আরো জোরদার করতে হবে বলে জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ। গতকাল সকালে ময়মনসিংহ তারেক স্মৃতি মিলনায়তনে ৪৮তম সমবায় দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি।

সংস্কৃতি প্রতিমন্ত্রী কেএম খালিদ বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি অর্থনীতি বিকাশে সমবায় আন্দোলনকে জোরদার করার প্রথম পদক্ষেপ নিয়েছিলেন। তাই সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের সমবায় আন্দোলনকে আরো জোরদার করতে হবে।

সমবায় বিভাগের যুগ্ম নিবন্ধক ও ময়মনসিংহ বিভাগীয় সমবায় কর্মকর্তা খোরশেদ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫