বন্ধ হচ্ছে উত্তর কোরিয়ার ৬ কয়লা বিদ্যুৎকেন্দ্র

প্রকাশ: নভেম্বর ০৩, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

বর্তমান বিশ্বের সর্বাধিক আলোচিত সমালোচিত বিষয় পরিবেশ দূষণ। সারা বিশ্ব পরিবেশ দূষণ রোধে একযোগে সোচ্চার হয়ে উঠছে। ফলে বিশ্ব এখন শিল্প জ্বালানি ব্যবহারে পরিবর্তন আনছে। অনেক দেশ অধিক বায়ুদূষণে দায়ী জ্বালানি হিসেবে পরিচিত কয়লার ব্যবহার বয়কট করছে। ধারাবাহিকতায় উত্তর কোরিয়া ছয়টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্দিষ্ট সময়ের এক বছর আগেই বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী কার্যালয় সূত্রে তথ্য জানা গেছে। খবর রয়টার্স।

উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, বায়ুদূষণ রোধে দেশটির চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে সিদ্ধান্ত নেয়া হয়েছে। এতে ২০২১ সাল নাগাদ দেশটির ছয়টি পুরনো কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেয়া হবে। এর আগে ২০২২ সাল নাগাদ এসব বিদ্যুৎকেন্দ্র বন্ধের ঘোষণা দেয় দেশটির সরকার। সে হিসেবে নির্দিষ্ট সময়ের এক বছর আগেই বন্ধ হতে যাচ্ছে এসব কয়লা বিদ্যুৎকেন্দ্র।

উত্তর কোরিয়া এশিয়ার চতুর্থ বৃহত্তম অর্থনীতির দেশ। দেশটিতে বর্তমানে ৬০টি কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র রয়েছে, যা থেকে দেশটিতে মোট উৎপাদিত বিদ্যুতের ৪০ শতাংশের জোগান আসে।

কোরিয়ান ইলেকট্রনিক পাওয়ার গ্রুপের তথ্য অনুযায়ী, দেশটির কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর সম্মিলিত উৎপাদনের দশমিক শতাংশ বা দশমিক গিগাবাইট আসে আগামী বছরে বন্ধ হতে যাওয়া ছয়টি বিদ্যুৎকেন্দ্র থেকে।

উল্লেখ্য, উত্তর কোরিয়া বায়ুদূষণ রোধের উদ্দেশ্যে প্রতি বছরের মার্চ থেকে জুনের মধ্যে দেশটির কয়েকটি কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেয়। দেশটির প্রধানমন্ত্রী দপ্তরের তথ্য অনুযায়ী, বায়ুদূষণের মাত্রা আরো কমিয়ে আনতে এবার দেশটির সরকার চলতি মাসে সিদ্ধান্ত নেবে যে আগামী ডিসেম্বর থেকে মার্চের মধ্যে তারা কয়টি কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধ করবে।

এর আগে সেপ্টেম্বরে নর্থ কোরিয়া প্রেসিডেন্সিয়াল কমিটি আগামী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে ১৪টি মার্চ পর্যন্ত ২৭টি কয়লাচালিত বিদ্যুৎকেন্দ্র বন্ধের সুপারিশ করে। তাদের মতে, এতে দেশটির বায়ুদূষণ বিরোধী পদক্ষেপগুলো আরো দ্রুত কার্যকর করা সম্ভব হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫