ইউনেস্কোর প্রতিবেদন

সারা বিশ্বে সাংবাদিক নির্যাতন বেড়েছে

প্রকাশ: নভেম্বর ০৩, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

সদ্য প্রকাশিত ইউনেস্কোর প্রতিবেদন অনুযায়ী, ২০১৪-১৮ সালে গত পাঁচ বছরের তুলনায় সাংবাদিক হত্যা ১৮ শতাংশ বেড়েছে। পাঁচ বছর সারা বিশ্বে ৪৯৫ জন সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তবে চলতি বছর পর্যন্ত অন্তত ৪৩ সাংবাদিক নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনটিতে। খবর আল জাজিরা।

উল্লিখিত সময়ে আরব অঞ্চলে সাংবাদিক নিহত হয়েছেন ১৪৯ জন, যা ওই পাঁচ বছর বৈশ্বিক সাংবাদিক হত্যার ৩০ শতাংশ। এত হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের সবচেয়ে অনিরাপদ জায়গার পরিচিতি পেয়েছে আরব অঞ্চল। সাংবাদিক হত্যার দিক থেকে আরব অঞ্চলের পরে রয়েছে লাতিন আমেরিকা ক্যারিবিয়ান অঞ্চল, যেখানে একই সময়ে নিহত হয়েছেন ১২৭ সাংবাদিক, যা মোট বৈশ্বিক সাংবাদিক হত্যার ২৬ শতাংশ।

এদিকে ইউনেস্কোর প্রতিবেদন অনুযায়ী, ২০১৪-১৮ সালে এশিয়া প্যাসিফিক অঞ্চলে ১২০ সাংবাদিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। অন্যদিকে আফ্রিকায় ৫১, পশ্চিম ইউরোপ উত্তর আমেরিকায় ২৮, কেন্দ্রীয় পূর্ব ইউরোপে ২০ সাংবাদিক নিহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে ওই প্রতিবেদনে।

গত পাঁচ বছর সিরিয়া, মেক্সিকো আফগানিস্তান ছিল সাংবাদিকদের জন্য সবচেয়ে ভয়ংকর দেশ। এছাড়া একই সময় আগের পাঁচ বছরের তুলনায় নারী সাংবাদিক নিহতের সংখ্যাও বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। এদিকে গত দুই বছরে যত সাংবাদিক নিহত হয়েছেন, তাদের ৫৫ শতাংশ সহিংসতা বহির্ভূত জোনে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫