বণিক বার্তার আলোকচিত্রী বিপ্লবের মৃত্যুবার্ষিকী আজ

প্রকাশ: নভেম্বর ০২, ২০১৯

আজ আলোকচিত্রী কাজী বিপ্লব আহমেদের সপ্তম মৃত্যুবার্ষিকী। সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে ২০১২ সালের নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন। কাজী বিপ্লব বণিক বার্তার নিজস্ব আলোকচিত্রী হিসেবে কর্মরত ছিলেন। বণিক বার্তা পরিবারের পক্ষ থেকে নিবেদিতপ্রাণ আলোকচিত্রীর মৃত্যুবার্ষিকীতে আমরা শোক শ্রদ্ধা জ্ঞাপন করছি।

আজ থেকে সাত বছর আগে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে পাঁচদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে হার মানেন তরুণ আলোকচিত্রী। রাতে টঙ্গী যাওয়ার পথে মহাখালী ফ্লাইওভার থেকে নামার সময় একটি প্রাইভেটকার পেছন থেকে বিপ্লবের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। গুরুতর আহত বিপ্লব তার পর থেকে মেট্রোপলিটন হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিত্সাধীন ছিলেন। নভেম্বর বেলা ৩টার দিকে মহাখালীর একটি বেসরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি মা, স্ত্রী, দুই ভাই, এক বোনসহ আত্মীয়স্বজন অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বণিক বার্তা ছাড়াও কাজী বিপ্লব দৈনিক জনকণ্ঠ এবং বার্তা সংস্থা ফোকাস বাংলা নিউজে ফটোসাংবাদিক হিসেবে কাজ করেছেন।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫