ত্রিশালে ট্রেনের বগি লাইনচ্যুত

প্রকাশ: নভেম্বর ০২, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি ময়মনসিংহ

ময়মনসিংহের ত্রিশালে মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার ফাতেমানগর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। গতকাল সকালে লাইনচ্যুত বগিগুলো উদ্ধারের পর এ রুটে আবার ট্রেন চলাচল শুরু হয়।

রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে ফাতেমানগর রেলস্টেশনে প্রবেশের সময় আউটার সিগন্যালে মহুয়া এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলরুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া একই স্টেশনে ব্রহ্মপুত্র এক্সপ্রেস কমিউটার ট্রেনটি আটকা পড়ে। উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে সারা রাত চেষ্টার পর গতকাল সকাল সাড়ে ৭টার দিকে লাইনচ্যুত বগি ও ইঞ্জিন উদ্ধার করলে এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

উদ্ধারকারী রিলিফ ট্রেনের ইনচার্জ আব্দুর রহিম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ স্টেশন সুপার জহুরুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। তবে লাইনচ্যুতির কারণে কেউ হতাহত হয়নি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫