তৃতীয় প্রান্তিকে চীনে ইসরায়েলের রফতানি বেড়েছে ১৪.৩%

প্রকাশ: নভেম্বর ০২, ২০১৯

চলতি বছরের তৃতীয় প্রান্তিকে চীনে ইসরায়েলের রফতানি গত বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৩০ শতাংশ বেড়েছে। বৃহস্পতিবার ইসরায়েলের পরিসংখ্যান ব্যুরোর প্রকাশিত উপাত্তে এ তথ্য উঠে এসেছে।

পরিসংখ্যান ব্যুরোর উপাত্তে দেখা গেছে, জুলাই থেকে সেপ্টেম্বরে চীনে ইসরায়েলের মোট রফতানি হয়েছে ২৩২ কোটি ডলারের পণ্য, ২০১৮ সালের একই প্রান্তিকে তা ছিল ২০৩ কোটি ডলার।

তবে ২০১৯ সালে ইসরায়েলের সার্বিক রফতানি বছরওয়ারি ১৫ দশমিক ৩০ শতাংশ হ্রাস পেয়েছে। ২০১৮ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বরে যেখানে ৭১৪ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছিল, সেখানে চলতি বছরের একই সময়ে ৬০৫ কোটি ডলারের পণ্য রফতানি হয়েছে। মাসওয়ারি গত সেপ্টেম্বরে চীনে ইসরায়েলের রফতানি হয়েছে ৮৯ কোটি ৮৯ লাখ ডলারের পণ্য, যা ২০১৮ সালের একই মাসের ৯৯ কোটি ১৪ লাখ ডলারের চেয়ে ৯ দশমিক ৩০ শতাংশ কম।

তৃতীয় প্রান্তিকে চীন থেকে ইসরায়েলের আমদানিও বেড়েছে।

            সূত্র: সিনহুয়া


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫