আমন মৌসুমে ১০ লাখ টন ধান-চাল কিনবে সরকার

প্রকাশ: নভেম্বর ০১, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

আসন্ন আমন মৌসুমে ছয় লাখ টন ধান চার লাখ টন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এর মধ্যে তিন লাখ টন সেদ্ধ চাল ৫০ হাজার টন আতপ চাল কেনার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে খাদ্য পরিকল্পনা পরিধারণ কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ডিসেম্বর শুরু হবে চাল সংগ্রহ অভিযান, চলবে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ধান সংগ্রহ অভিযান শুরু হবে ২০ নভেম্বর, চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত। এবার ২৬ টাকা দরে ধান, ৩৬ টাকা দরে সেদ্ধ চাল ৩৫ টাকা দরে আতপ চাল সংগ্রহ করা হবে।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কৃষিমন্ত্রী . আবদুর রাজ্জাক, কমিটির সদস্যরা, খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর এবং খাদ্য পরিকল্পনা পরিধারণ ইউনিটের ঊর্ধ্বতন র্কমর্কতারা উপস্থিত ছিলেন।

সভা শেষে খাদ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, গত বছর ৩৬ টাকা দরে ছয় লাখ টন চাল সংগ্রহ করে সরকার। পরবর্তী সময়ে লক্ষ্যমাত্রা বাড়িয়ে আরো দুই লাখ টন চাল সংগ্রহ করা হয়। ২০১৮ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ অভিযান চলে।

সভায় জানানো হয়, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবারকে মাসে ১০ টাকা কেজি দরে বছরের পাঁচ মাস (মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, অক্টোবর নভেম্বর) চাল দেয়া হয়। তবে মুজিববর্ষ উপলক্ষে ২০২০ সাল থেকে মে ডিসেম্বর দুই মাস যোগ করা হবে। এখন থেকে বছরে সাত মাস খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল দেয়া হবে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫