আহছানউল্লাহর ভিসির পদত্যাগ

প্রকাশ: নভেম্বর ০১, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের দাবির মুখে অবশেষে পদত্যাগ করেছেন আহছানউল্লাহ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক কাজী শরিফুল আলম। টানা চার দিন শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচীর পর গতকাল বৃহস্পতিবার তিনি পদত্যাগ করেন। সেচ্ছাচারিতাসহ তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে শিক্ষার্থীদের।

আন্দোলনে অংশ না নিতে শিক্ষার্থীদের চাপ প্রয়োগ হুমকি দেয়ার অভিযোগ উঠেছে ভিসি পুত্র কাজী আহমেদ ফারহানের বিরুদ্ধে। ফারহান বিবিএর শিক্ষক। তার দেয়া হুমকি আন্দোলনে যোগ করেছে নতুন মাত্রা। শিক্ষার্থীরা ভিসি তার পুত্র কাজী ফারহান আহমেদের পদত্যাগসহ ১২ দফা দাবিতে গত বুধবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলন করেছেন। দাবি আদায়ে ভর্তি পরীক্ষা বন্ধসহ সব ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণাও দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীদের অভিযোগ, অবৈধভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসে পুরো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্বেচ্ছাচারীভাবে পরিচালনা করছেন .কাজী শরিফুল আলম। অভিযোগের ভিত্তিতে সমাবর্তন বাতিল করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। কবে সমাবর্তন হবে তা অনিশ্চিত। এমন প্রেক্ষাপটে গত ২৮ অক্টোবর অবৈধ ভিসির পদত্যাগ অশ্লীল ভিডিও তৈরিতে জড়িত শিক্ষকদের বহিষ্কারসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

এছাড়া ভারপ্রাপ্ত উপাচার্য . কাজী শরিফুল আলমের নানা অনিয়ম-দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেছেন বেশ কয়েকজন সাবেক শিক্ষক-শিক্ষার্থী।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫