৬০ পেরিয়ে ৬১-তে পদার্পণ

পূবালী ব্যাংকের ওপর আস্থা রাখার আহ্বান চেয়ারম্যানের

প্রকাশ: নভেম্বর ০১, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

প্রতিষ্ঠার ৬০ বছর পূর্ণ করেছে পূবালী ব্যাংক। ৬১তম বর্ষে পদার্পণের দিনটি জমকালো আয়োজনে উদযাপন করেছে ব্যাংকটি। গতকাল সন্ধ্যায় হোটেল সোনারগাঁওয়ে উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান, এমডিসহ দেশের শিল্পোদ্যোক্তারা অংশ নেন।

আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সচিব মো. আসাদুল ইসলাম বলেন, যেকোনো ব্যাংকের জন্য ৬০ বছর পূর্তি অনেক গৌরবের। সফলতার সঙ্গে দীর্ঘ সময় পাড়ি দেয়ায় পূবালী ব্যাংক পরিবারকে আমি অভিনন্দন জানাই।

পূবালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এমপি বলেন, ব্যাংক হলো আস্থার জায়গা। পূবালী ব্যাংক গ্রাহকদের সে আস্থা অর্জন করতে পেরেছে। আমরা ধীরলয়ে পথ চলেছি। করপোরেট সুশাসন কার্যকর করার মাধ্যমে সামনে এগিয়েছি।

পূবালী ব্যাংকের চেয়ারম্যান আজিজুল হক বলেন, খেলাপি ঋণ দেশের সমস্যা। এটি পূবালী ব্যাংকের সমস্যা নয়। কারণ পূবালী ব্যাংকের খেলাপি ঋণ শতাংশের নিচে আছে। গ্রাহকরা পূর্ণ আস্থা রেখে পূবালী ব্যাংকের সঙ্গে লেনদেন করতে পারেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পূবালী ব্যাংকের এমডি আবদুল হালিম।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫