এনসিসি ব্যাংক এমডির সব ব্যাংক হিসাব জব্দের আদেশ

প্রকাশ: অক্টোবর ৩১, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোসলেহ উদ্দিন আহমেদের সব ধরনের ব্যাংক হিসাব সঞ্চয়পত্র জব্দের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তার স্ত্রী লুনা শারমিনের নামে থাকা সঞ্চয়পত্রের হিসাবও জব্দ করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক অনুসন্ধানকারী কর্মকর্তা মামুনুর রশীদ চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে ২৪ অক্টোবর মহানগর দায়রা জজ সিনিয়র স্পেশাল জজ আদেশ দেন।

আদালতের কাছে জমা দেয়া দুদকের আবেদনে বলা হয়, মোসলেহ উদ্দিন আহমেদ ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি কর ফাঁকির মাধ্যমে অবৈধ অর্থের মালিক হয়েছেন, যা অর্থ পাচার প্রতিরোধ আইন অনুযায়ী অপরাধ। মোসলেহ উদ্দিন আহমেদ তার স্ত্রী লুনা শারমিনের নামে বিভিন্ন হিসাবে বিপুল অর্থের সন্ধান পাওয়া গেছে।

আবেদনের ওপর শুনানি শেষে আদালত আদেশে বলেন, হিসাবগুলো জব্দ থাকা অবস্থায় কোনো টাকা উত্তোলন করা যাবে না। সঞ্চয়পত্র ভাঙানো মুনাফাও তোলা যাবে না।

এর আগে গত মে ব্যাংক হিসাবে প্রায় ৩৫ কোটি টাকা পাওয়ার ঘটনায় এনসিসি ব্যাংকের এমডি মোসলেহ উদ্দিন আহমেদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকে চিঠি পাঠায় বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫