রফতানি খাতে ভর্তুকির ২ হাজার ৫৩৭ কোটি টাকা ছাড়

প্রকাশ: অক্টোবর ৩১, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

রফতানি বাণিজ্যকে উৎসাহ দিতে প্রতি অর্থবছরই রফতানির বিপরীতে ভর্তুকি বা নগদ সহায়তার ঘোষণা দেয় সরকার চলতি অর্থবছরের মোট বরাদ্দ থেকে বাবদ দ্বিতীয় কিস্তির (অক্টোবর-ডিসেম্বর) হাজার ৫৩৭ দশমিক ৫০ কোটি টাকা ছাড় করা হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে ছাড়ের নির্দেশনা দেয়া হয়েছে মহা-নিয়ন্ত্রকের ডেবিট অথরিটি জারিসহ সরকারের অন্য দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষে সুবিধা নিতে পারবেন রফতানিকারকরা

জানা গেছে, গতকাল অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে ভর্তুকির অর্থছাড়ের নির্দেশনা জারি করা হয়েছে এতে রফতানিমুখী দেশীয় বস্ত্র, হিমায়িত চিংড়ি অন্যান্য মাছ, চামড়াজাত দ্রব্য, পাট পাটজাত দ্রব্যসহ অনুমোদিত অন্যান্য খাতে রফতানির বিপরীতে দেয়া নগদ সহায়তা বা ভর্তুকি পরিশোধের জন্য বাংলাদেশ ব্যাংকের অনুকূলে অর্থছাড়ের কথা বলা হয়েছে

সূত্র জানিয়েছে, চলতি অর্থবছরের বাজেটে অতিরিক্ত শতাংশ নগদ সহায়তা ঘোষণা করেছে সরকার বরাদ্দের অর্থ থেকে চলতি অর্থবছরে দ্বিতীয় কিস্তি বাবদ মোট ছাড়ের পরিমাণ হাজার ৫৩৭ দশমিক ৫০ কোটি টাকা এর মধ্যে ১২৫ কোটি টাকা রয়েছে পাটজাত দ্রব্য রফতানির জন্য অন্যান্য দ্রব্য রফতানিতে ভর্তুকি রয়েছে বাকি হাজার ৮১২ দশমিক ৫০ কোটি টাকার চলতি অর্থবছরের অক্টোবর থেকে ডিসেম্বর ২০১৯ হিসাবে অর্থ বাংলাদেশ ব্যাংকের অনুকূলে ছাড় করা হয়েছে

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বরাবরের মতো এবারের অর্থছাড়ের নির্দেশনায় আট ধরনের শর্ত জুড়ে দেয়া হয়েছে এর মধ্যে আছে দাবি পরিশোধের পর নিরীক্ষায় প্রাপ্য অর্থের চেয়ে বেশি পরিশোধ করা হয়েছে এমনটা প্রমাণিত হলে সংশ্লিষ্ট অর্থ আদায়পূর্বক গ্রহীতার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে নগদ সহায়তার নীতিমালা যথাযথভাবে অনুসরণের শর্তও রয়েছে অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনায়


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫