জয়পুরহাটে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশ: অক্টোবর ৩১, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি জয়পুরহাট

ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় করি, সুন্দর ভবিষ্যৎ গড়ি স্লোগান সামনে রেখে স্কুলগামী ছাত্রছাত্রীদের সঞ্চয়ের মানসিকতা তৈরির লক্ষ্যে জয়পুরহাটে অনুষ্ঠিত হলো স্কুল ব্যাংকিং কনফারেন্স। বাংলাদেশ ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনায় জেলার সব তফসিলি ব্যাংকের আয়োজনে গত মঙ্গলবার এ কনফারেন্স অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে সকালে বাজলা উচ্চ বিদ্যালয় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন পুলিশ সুপার

মোহাম্মদ সালাম কবির। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে স্বপ্নছায়া কমিউনিটি সেন্টারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

প্রাইম ব্যাংকের রাজশাহী আঞ্চলিক প্রধান একেএম এনামুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন। ব্র্যাক ব্যাংক কর্মকর্তা দুলাল মিয়া ও সোনালী ব্যাংক কর্মকর্তা ইশরাত জাহানের সঞ্চালনায় আরো বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের উপমহাব্যবস্থাপক রাশিদা বেগম, সোনালী ব্যাংক জয়পুরহাটের আঞ্চলিক কার্যালয়ের বদরুল আলম, অগ্রণী ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে এজিএম আব্দুল মান্নান, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের এজিএম অনুকূল চন্দ্র সরকার, প্রাইম ব্যাংকের শাখা ব্যবস্থাপক নাজমুল হোসেন, অধ্যক্ষ সুলতান মোহাম্মদ সামসুজ্জামান প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন জয়পুহাটের বিভিন্ন ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও অন্য কর্মকর্তারা। এ কনফারেন্সে ১৯টি ব্যাংক এবং ১৯টি স্কুলের শিক্ষার্থী ও শিক্ষকরা অংশ নেন।

সভায় প্রাইম ব্যাংকের ব্যবস্থাপক জানান, জয়পুরহাটে ২০ হাজার স্কুলশিক্ষার্থীর অ্যাকাউন্টে ৩ কোটি ৬৬ লাখ টাকা স্থিতি রয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫