বিএমআরই করবে স্টাইলক্রাফট

প্রকাশ: অক্টোবর ৩১, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

ভবিষ্যতে নিজেদের প্রডাক্ট লাইন বাড়ানোর জন্য বিএমআরইর (ব্যালান্সিং, আধুনিকায়ন, বিস্তার ও প্রতিস্থাপন) উদ্যোগ নিয়েছে স্টাইলক্রাফট লিমিটেডের পরিচালনা পর্ষদ। এ কাজে কোম্পানিটি ৭ কোটি ৬০ লাখ টাকা বিনিয়োগ করবে। মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

এদিকে ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১৫০ শতাংশ স্টক লভ্যাংশ প্রদানের সুপারিশ করেছে স্টাইলক্রাফটের পর্ষদ। সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭ টাকা ৭৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৮ পয়সা (পুনর্মূল্যায়িত) ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৬ টাকা ৭ পয়সা, আগের হিসাব বছর শেষে যা ছিল ৫৮ টাকা ৩৩ পয়সা (পুনর্মূল্যায়িত)

আগামী ১৫ ডিসেম্বর বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশান-১-এ অবস্থিত স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে কোম্পানির ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২৮ নভেম্বর। ২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৪১০ শতাংশ স্টক লভ্যাংশ দেয় স্টাইলক্রাফট।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫