জেএসসি দিয়ে যাত্রা শুরু ময়মনসিংহ শিক্ষা বোর্ডের

প্রকাশ: অক্টোবর ৩১, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি ময়মনসিংহ

 আগামী নভেম্বর থেকে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি) পরীক্ষা দিয়ে যাত্রা শুরু করছে ময়মনসিংহ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রতিষ্ঠার প্রায় দুই বছরের মধ্যে শিক্ষা বোর্ডটির অধীনে এই প্রথম পাবলিক পরীক্ষা নেয়া হবে এজন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২৮ আগস্ট ময়মনসিংহ শিক্ষা বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি হয় ওই বছরের ৩১ ডিসেম্বর প্রথমবারের মতো বোর্ডের চেয়ারম্যান নিয়োগ দেয়া হয় ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর জামালপুরের নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বোর্ডের অধীনে পরিচালিত হচ্ছে এটি দেশের ১১তম শিক্ষা বোর্ড আর সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে নবম

ময়মনসিংহের বিভাগীয় কমিশনার খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, পাবলিক পরীক্ষাগুলো সুষ্ঠু সুন্দরভাবে সম্পন্ন করা জেলা প্রশাসক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ দায়িত্বের অংশ বোর্ডের সব পরীক্ষা যাতে আরো ভালোভাবে সম্পন্ন করা হয়, তার জন্য সবাইকে প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে

সূত্র জানায়, এবার জেএসসিতে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ১২৫টি কেন্দ্রে হাজার ৪৯০টি শিক্ষাপ্রতিষ্ঠানের লাখ ৬৩ হাজার ৬৫৩ শিক্ষার্থী পরীক্ষা দেবে আগামী বছর প্রথমবারের মতো বোর্ডের অধীনে এসএসসি এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে বোর্ডে এখনো জনবল কার্যালয় সংকট রয়ে গেছে প্রস্তাবিত ১৭৫ জনবলের বিপরীতে বর্তমানে কর্মরত ২৯ জন ময়মনসিংহ শহরের টিচার্স ট্রেনিং কলেজের প্রমোট ভবনে এবং ঢোলাদিয়া রোড কাঠগোলা বাজারে দুটি ভাড়া বাড়িতে বোর্ডের কার্যক্রম পরিচালিত হচ্ছে

বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক . গাজী হাসান কামাল জানান, স্থান জনবলের তীব্র সংকটের কারণে কিছুটা সমস্যা হচ্ছে জরুরি ভিত্তিতে জনবল নিয়োগ স্থানাভাব দূর করা প্রয়োজন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫