৭৩৭ ম্যাক্স সংকট

জানি আমরা ভুল করেছি: মুলেনবার্গ

প্রকাশ: অক্টোবর ৩০, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

বোয়িংয়ের প্রধান নির্বাহী ডেনিস মুলেনবার্গ স্বীকার করেছেন তার কোম্পানি ভুল করেছে। গতকাল ৭৩৭ ম্যাক্সের দুটি দুর্ঘটনা নিয়ে কংগ্রেসের শুনানিতে তিনি এ মন্তব্য করেন। খবর রয়টার্স।

উল্লেখ, গত বছরের অক্টোবরে ইন্দোনেশিয়া ও মার্চে ইথিওপিয়ায় বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের দুটি উড়োজাহাজ দুর্ঘটনার কবলে পড়লে প্রায় ৩৫০ জনের প্রাণহানি ঘটে। এর জেরে সারা বিশ্বে তিনশর বেশি বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজ গ্রাউন্ডেড করা হয়েছে এবং মডেলটির নিরাপত্তা নিয়ে তদন্ত চলছে।

মার্কিন সিনেট কমার্স কমিটিকে মুলেনবার্গ বলেন, এ দুই দুর্ঘটনা থেকে আমরা অনেক কিছু শিখেছি, এখনো শিখছি। জানি আমরা ভুল করেছি।

তিনি আরো জানিয়েছেন, গ্রাউন্ডেড ৭৩৭ ম্যাক্স মডেলটির বেশকিছু উন্নতি তারা করেছে, যার ফলে এ ধরনের দুর্ঘটনায় এটি আর পড়বে না।

মুলেনবার্গ বলেন, আমরা এও জানি আমরা আরো ভালো করার ক্ষমতা রাখি এবং করতে পারি। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাই।

চলতি মাসের শুরুতে বোয়িং চেয়ারম্যানের পদ হারান মুলেনবার্গ। ইউএস হাউজ অব রিপ্রেজেন্টেটিভস ট্রান্সপোর্টেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার কমিটির সামনে আজ হাজিরা দিতে হবে তাকে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫