সিটি ব্যাংক এমডির বিরুদ্ধে মামলা খারিজ

প্রকাশ: অক্টোবর ২৯, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসরুর আরেফিনসহ তিন কর্মকর্তার বিরুদ্ধে দায়েরকৃত যৌন হয়রানির মামলা আদালত খারিজ করে দিয়েছেন। ২১ অক্টোবর ঢাকার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল--এর বিচারক আল আসাদ মো. আসিফুজ্জামান আদেশ দেন।

মামলার বাদী মুনিরা সুলতানার অভিযোগ অত্যন্ত অনির্দিষ্ট উল্লেখ করে আদালত আসামিদের অব্যাহতি দেন। মাসরুর আরেফিন ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন সিটি ব্যাংকের ডিএমডি আবদুল ওয়াদুদ কোম্পানি সেক্রেটারি কাফি খান।

যৌন হয়রানির মামলা থেকে অব্যাহতি পাওয়ার বিষয়ে সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বণিক বার্তাকে বলেন, আমিসহ সিটি ব্যাংকের অন্য দুজন কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছিল, সেটি শতভাগ অসত্য। পুলিশের তদন্তে আমরা আগেই নির্দোষ প্রমাণিত হয়েছি। এখন আদালত চূড়ান্তভাবে হয়রানিমূলক মামলাটি খারিজ করেছেন। আদালতের আদেশের মাধ্যমে সত্যের জয় হয়েছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫