ভারতের উদ্ভিজ্জ তেল আমদানি বেড়েছে ৩ শতাংশ

প্রকাশ: অক্টোবর ২৯, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

২০১৮ সালের নভেম্বর থেকে ২০১৯ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভারত মোট কোটি ৪১ লাখ ৭১ হাজার ৪৬২ টন উদ্ভিজ্জ তেল আমদানি করেছে, যা এক বছর আগের একই সময়ের তুলনায় শতাংশ বেশি। দেশটির সলভেন্ট এক্সট্রাক্টর্স অ্যাসোসিয়েশন (এসইএ) সম্প্রতি তথ্য জানিয়েছে। খবর বিজনেস লাইন।

তবে চলতি বছরের সেপ্টেম্বরে দেশটির উদ্ভিজ্জ তেল আমদানি কমেছে। এসইএর তথ্য অনুযায়ী, সময় আন্তর্জাতিক বাজার থেকে ভারত মোট ১৩ লাখ হাজার ৯৭৬ টন উদ্ভিজ্জ তেল আমদানি করেছে, যা আগের বছরের একই মাসের তুলনায় ১৩ শতাংশ কম।

নভেম্বর-সেপ্টেম্বর সময়ে ভারতের আমদানীকৃত মোট উদ্ভিজ্জ তেলের মধ্যে সবচেয়ে বেশি আমদানি হয়েছে পাম অয়েল। সময় দেশটির পাম অয়েল আমদানি দাঁড়িয়েছে ৮৬ লাখ ৩০ হাজার ৬৮০ টন। আগের বছরের একই সময় আমদানির পরিমাণ ছিল ৭৯ লাখ ৪৭ হাজার ৪৭২ টন। অর্থাৎ এক বছরের ব্যবধানে দেশটি পণ্যটির আমদানি বাড়িয়েছে লাখ ৮৩ হাজার ২০৮ টন।

মূলত মালয়েশিয়া পাম অয়েলের রফতানি শুল্ক কমিয়ে শূন্য করায় ভারত দেশটি থেকে পণ্যটির আমদানি বাড়িয়েছে। এছাড়া এবার ভারতে মাত্রাতিরিক্ত দাবদাহ বিরাজ করায় অন্যান্য কৃষিপণ্যের সঙ্গে উদ্ভিজ্জ তেলের উৎপাদনেও মন্দা ভাব বজায় রয়েছে। ফলে অভ্যন্তরীণ চাহিদা পূরণে দেশটিকে পণ্যটির আমদানি বাড়াতে হচ্ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫