গ্যাটকো দুর্নীতি মামলা

খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জ শুনানি ফের পেছাল

প্রকাশ: অক্টোবর ২৮, ২০১৯

আদালত প্রতিবেদক

গ্যাটকো দুুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে ১১ বছরেও চার্জ গঠনের শুনানি হয়নি। গতকাল এ মামলার চার্জ গঠনের শুনানির দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়া কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন থাকায় আদালতে হাজির হতে না পারায় মামলায় চার্জ শুনানির তারিখ পিছিয়ে ২৭ নভেম্বর ধার্য করা হয়। ঢাকার ৩ নম্বর বিশেষ জজ সৈয়দ দিলজার হোসেন নতুন এ দিন ধার্য করেন। কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের সামনে নবনির্মিত ২ নম্বর ভবনে স্থাপিত অস্থায়ী এজলাসে এদিন এ মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

২০০৭ সালের ২ সেপ্টেম্বর আদালতে মামলাটি দায়ের করা হয়। ২০০৮ সালের ১৩ মে আদালতে চার্জশিট দাখিল করে দুদক। তারপর পেরিয়ে গেছে প্রায় ১১ বছর। কিন্তু এ মামলার আজো চার্জ শুনানিই হয়নি।

আদালত সূত্র জানায়, গতকাল মামলাটিতে চার্জ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু আইনজীবীরা চার্জ শুনানি মুলতবি চেয়ে আদালতকে বলেন, খালেদা জিয়া অসুস্থ থাকায় কারা হেফাজতে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ অবস্থায় আসামির অনুপস্থিতিতে চার্জ শুনানি করা আইনসম্মত হবে না।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫