পার্সেল পাঠানোর কথা বলে অর্থ হাতিয়ে নিতেন আলী শেখ

প্রকাশ: অক্টোবর ২৮, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

সুঠাম দেহ, উজ্জ্বল গায়ের রঙ। কথায় বেশ পটু ৩৯ বছর বয়সী এই মোহাম্মদ আলী শেখ। রাজধানীর বসুন্ধরা তিনশ ফিট রাস্তার কাঞ্চন ব্রিজে নিত্যনতুন গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলে এটা জার্মানির একটি ব্রিজ বলে ফেসবুক মেসেঞ্জারে পাঠাতেন মাঝবয়সী নারীদের কাছে। নিজেকে জার্মান প্রবাসী দাবি করে দিতেন বিয়ের প্রস্তাব। দামি গিফট পাঠাতেন পার্সেলে। তবে এই গিফট গ্রহণ করতে হলে কাস্টমস কর্মকর্তাদের টাকা দিতে হবে। এভাবে দুই দফা টাকা দিয়ে প্রতারিত হয়েছেনে এক নারী। পরবর্তী সময়ে তিনি উত্তরা পশ্চিম থানায় এ-সংক্রান্ত একটি মামলা করেন। ওই মামলার সূত্র ধরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) গতকাল রাজধানীর উত্তরা থেকে মোহাম্মদ আলী শেখকে গ্রেফতার করেছে।

সিআইডির সিরিয়াল ক্রাইমের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার রাজীব ফারহানু বণিক বার্তাকে বলেন, ফরিদপুরের আলফাডাঙ্গা এলাকার নিজাম আলী শেখের ছেলে মোহাম্মদ আলী শেখ। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন সুন্দর সুন্দর জায়গায় দাঁড়িয়ে ছবি তুলে নিজেকে প্রবাসী দাবি করতেন। পরে দামি উপহার পার্সেল করার কথা বলে নারীদের কাছ থেকে মোটা অংকের অর্থ হাতিয়ে নিতেন। তার সহযোগী হিসেবে আরো একজনের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান তিনি।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫