বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট

প্রবৃদ্ধি বাড়াতে ভারতকে আরো সংস্কার বাস্তবায়ন করতে হবে

প্রকাশ: অক্টোবর ২৮, ২০১৯

বণিক বার্তা ডেস্ক

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলেছেন, ইজ অব ডুয়িং বিজনেস বা সহজে ব্যবসা করার র্যাংকিংয়ে আরো ভালো করতে চাইলে ভারতকে ভূমি ব্যবস্থাপনা চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে আরো বেশকিছু সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করতে হবে খবর বিজনেস স্ট্যান্ডার্ড

এপ্রিলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো ভারত সফরে এসেছেন ডেভিড ম্যালপাস চারদিনের সফরে গত শুক্রবার নতুন দিল্লিতে পৌঁছান ম্যালপাস শনিবার বৈঠক করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সঙ্গেও তবে ভারতের প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর সঙ্গে ম্যালপাসের কী আলোচনা হয়েছে, তা প্রকাশ করা হয়নি

তবে পরবর্তী সময়ে এক সংবাদ সম্মেলনে ম্যালপাস ভারতের অর্থনীতির ঝিমিয়ে পড়া, মোদি সরকারের বিভিন্ন সংস্কার কার্যক্রম, দেশটির লাখ কোটি ডলারের অর্থনীতি হওয়ার লক্ষ্য পূরণ, আর্থিক খাতের উন্নতি, প্রবৃদ্ধি বাড়াতে করণীয়সহ বিভিন্ন বিষয়ে কথা বলেছেন

ম্যালপাস বলেন, ভারতের অর্থনীতির স্থবির হয়ে পড়ার জন্য বহুলাংশে দায়ী বৈশ্বিক অর্থনীতি চীন-মার্কিন বাণিজ্যযুদ্ধ, ব্রেক্সিটসহ বিভিন্ন বাণিজ্যিক ভূরাজনৈতিক সমস্যা বিশ্ব অর্থনীতির ওপর বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে চলমান অনিশ্চয়তার জেরে বৈশ্বিক অর্থনীতির প্রবৃদ্ধি এক প্রকার স্থবির হয়ে পড়েছে এর প্রভাব পড়ছে ভারতসহ বিভিন্ন দেশের প্রবৃদ্ধির ওপরও তবে তিনি আশা প্রকাশ করে বলেছেন, মোদি সরকারের আরো সংস্কার উদ্ভাবনের হাত ধরেই প্রবৃদ্ধি ঘুরে দাঁড়াতে পারে

ভারতের অর্থনীতির অবস্থা মোটেই ভালো যাচ্ছে না চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে দেশটির প্রবৃদ্ধি ছয় বছরের সর্বনিম্নে চলে এসেছে এতে পাঁচ বছরের মধ্যে ভারতকে লাখ কোটি ডলারের অর্থনীতিতে পরিণত করার যে লক্ষ্য মোদি নিয়েছেন, তা পূরণ হওয়া নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিরোধী দল থেকে শুরু করে অর্থনীতিবিদরা এমনকি কিছু দিন আগে চলতি অর্থবছরের জন্য ভারতের প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে বিশ্বব্যাংকও শুধু বিশ্বব্যাংক নয় আইএমএফ, এডিবিসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়েছে 

ম্যালপাস বলেন, মোদির লক্ষ্যপূরণে সাহায্য করতে পারে আর্থিক ক্ষেত্রে উদ্ভাবন সংস্কারের পথ উন্মুক্ত রাখা, উদ্ভাবনে সহায়তা বাড়ানো, অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানো অর্থনীতির গতি বাড়াতে পারে

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন, সংস্কার কার্যক্রমসহ এসব পদক্ষেপ গ্রহণের জন্য ভারত বেশ ভালো অবস্থানে রয়েছে বলে আমি মনে করছি তিনি দাবি করেছেন, করপোরেট কর ছাঁটাইয়ের মতো যেসব গুরুত্বপূর্ণ সংস্কার ??


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫