শ্রম পরিবেশ উন্নয়নে পাকিস্তানকে সহায়তা করবে আইএলও

প্রকাশ: অক্টোবর ২৮, ২০১৯

পাকিস্তানের শিল্প খাত যেন ওয়ার্ল্ড কমপ্লায়েন্স ইনডেক্সের শর্ত পূরণ করতে পারে, সেজন্য দেশটিতেবেটার ওয়ার্ক প্রোগ্রাম (বিডব্লিউপি)’ চালু করতে যাচ্ছে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও)

আইএলওর কান্ট্রি ডিরেক্টর ইনগ্রিড ক্রিস্টেনসেন জানিয়েছেন, আগামী মাসে নিউইয়র্কে বিডব্লিউপি কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে এবং তহবিলের প্রাপ্যতা অনুসারে পাকিস্তানের জন্য প্রোগ্রামটি অনুমোদন করা হবে

তিনি আরো জানিয়েছেন, পাকিস্তানের শিল্প খাতে কর্মপরিবেশের উন্নতির জন্য অনেক দেশ আইএলওর প্রোগ্রামে অর্থ সহায়তা দিতে রাজি আছে ইনগ্রিড ক্রিস্টেনসেন বলেন, পাকিস্তানে শ্রমিকদের দক্ষতা, উৎপাদনশীলতা সামাজিক নিরাপত্তা এবং জীবনমান বাড়ানোর জন্য তার সংস্থা সাহায্য করবে তিনি বলেন, তবে বিডব্লিউপি চালু করার জন্য পাকিস্তানের শিল্পোদ্যোক্তাদের সম্মতির প্রয়োজন রয়েছে বিশ্বের আটটি দেশে আইএলও বিডব্লিউপি বাস্তবায়ন চলছে এবং এর সঙ্গে যুক্ত রয়েছে ১৫০টি আন্তর্জাতিক ব্র্যান্ড কার্যক্রমের দারুণ ফল পাওয়া গেছে এটি শ্রমিকদের উৎপাদন সক্ষমতা ২৫ শতাংশ পর্যন্ত বাড়িয়েছে         


সূত্র: ডন


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫