এফবিসিসিআই ও আরব আমিরাত গ্লোবাল হালাল সার্টিফিকেশন সেন্টার প্রতিষ্ঠায় আগ্রহী

প্রকাশ: অক্টোবর ২৭, ২০১৯

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই) ও সংযুক্ত আরব আমিরাত গ্লোবাল হালাল সার্টিফিকেশন সেন্টার প্রতিষ্ঠায় একযোগে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে। গতকাল এফবিসিসিআই কার্যালয়ে বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত সায়িদ মোহাম্মেদ আল্মহেইরি ও এফবিসিসিআই নেতাদের মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এ আগ্রহ প্রকাশ করে দুপক্ষ। এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে উপস্থিত ছিলেন দুবাইয়ের আরএসিএস কোয়ালিটি সার্টিফিকেটস ইস্যুয়িং সার্ভিসেসের কনফোর্মিটি ডিরেক্টর ড. সামিয়া আবদেললতিফ। সভায় রাষ্ট্রদূত সায়িদ মোহাম্মেদ আল্মহেইরি একটি পূর্ণাঙ্গ হালাল সার্টিফিকেশন সেন্টার স্থাপনে বাংলাদেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআইয়ের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।বিজ্ঞপ্তি


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫