পানির অপচয় ঠেকাতে প্রিপেইড মিটার বসাবে চট্টগ্রাম ওয়াসা

প্রকাশ: অক্টোবর ২৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ব্যুরো

 চট্টগ্রামে পানির অপচয় ঠেকাতে প্রিপেইড মিটার বসানোর উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা বিষয়ে একটি প্রস্তাব গতকাল ওয়াসার ৫৩তম বোর্ড সভায় অনুমোদন দেয়া হয় এছাড়া সভায় পানির মান পরীক্ষার জন্য ওয়াসার নিজস্ব একটি গবেষণাগার করার প্রস্তাবও অনুমোদন দেয়া হয়

চট্টগ্রাম ওয়াসার বোর্ড সদস্য মহসীন কাজী জানান, পানির অপচয় রোধে প্রিপেইড মিটার স্থাপনের প্রস্তাব সভায় তোলা হলে তা পাস হয় শুরুতে প্রস্তাবের আওতায় একটি পাইলট প্রকল্প নেয়ারও সিদ্ধান্ত হয়েছে

তিনি বলেন, সিস্টেম লস, বকেয়া বিল, গ্রাহক হয়রানিসহ নানা অভিযোগ ওয়াসায় নিয়মিত আসে অনেক গ্রাহক পানি ব্যবহার করে বিল পরিশোধ করছে না ওয়াসার কিছু কর্মকর্তার বিরুদ্ধে বিল নিয়ে গ্রাহকদের হয়রানির অভিযোগ আছে প্রিপেইড মিটার বসানো হলে এসব সমস্যার স্থায়ী সমাধান হবে


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫