পর্যাপ্ত সরবরাহের পরও ঊর্ধ্বমুখী সাদা মটরের দাম

প্রকাশ: অক্টোবর ২৭, ২০১৯

নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম ব্যুরো

এক সপ্তাহে মণে বেড়েছে ১১০ টাকা

পর্যাপ্ত সরবরাহের পরও অস্বাভাবিক হারে বেড়েছে ডালজাতীয় ভোগ্যপণ্য সাদা মটরের দাম ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে গত এক সপ্তাহে প্রতি মণ (৩৭ দশমিক ৩২ কেজি) সাদা মটরের দাম ১১০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে আন্তর্জাতিক বাজারে বুকিং দর বৃদ্ধি দেশীয় বাজার থেকে পাশের দেশ ভারতে পণ্য পাচার হওয়ায় বাজারে পণ্যটির দাম বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা

খাতুনগঞ্জের ডালের আড়তে খোঁজ নিয়ে জানা যায়, বর্তমানে বাজারে প্রতি মণ সাদা মটর বিক্রি হচ্ছে হাজার ৪৪ টাকা দরে গত সপ্তাহের শেষদিকে কানাডা থেকে আমদানীকৃত মটর বিক্রি হয় সর্বোচ্চ ৯৩৩ টাকায় সে হিসাবে গত এক সপ্তাহে পণ্যটির দাম বৃদ্ধি পেয়েছে মণে প্রায় ১১০ টাকা আর গত সপ্তাহে রাশিয়া থেকে আমদানীকৃত প্রতি মণ সাদা মটর বিক্রি হয়েছে ৮৯৫ টাকা দরে এক সপ্তাহে মণে ১১০ টাকা পর্যন্ত বেড়ে এখন একই মানের সাদা মটর বিক্রি হচ্ছে হাজার টাকায়

বাজারদর অনুযায়ী, কানাডার প্রতি কেজি সাদা মটর বিক্রি হয়েছে সাড়ে ২৮ টাকায়; যা গত সপ্তাহের শেষদিকে সর্বোচ্চ ২৫ টাকায় বিক্রি হতো সে হিসাবে এক সপ্তাহেই বাজারে পণ্যটির দাম বেড়েছে কেজিতে টাকা একইভাবে রাশিয়ার মসুরের দামও কেজিতে টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে বর্তমানে কেজিপ্রতি রাশিয়ার মসুর বিক্রি হচ্ছে ২৭ টাকায়; যা এক সপ্তাহ আগে ২৪ টাকা দরে বিক্রি হয়েছিল

খাতুনগঞ্জের ডাল ব্যবসায়ীরা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক বাজারে সাদা মটরের দাম নিম্নমুখী সেসঙ্গে দেশীয় বাজারেও পণ্যটির দাম স্থির ছিল দাম কম থাকায় বাজারে চাহিদার তুলনায় পণ্যের বাড়তি মজুদ রয়েছে এরপরও গত সপ্তাহের শুরু থেকে পণ্যটির দাম বাড়িয়ে দিয়েছে আমদানিকারকরা

ব্যবসায়ীদের অভিযোগ, বাজারের কয়েকজন আমদানিকারক কারসাজি করে পণ্যটির দাম বাড়াচ্ছে তাদের মতে, বাজারে সাড়ে ২৭ থেকে ২৮ টাকা দরে মটর বিক্রি হলেও তা আমদানিতে (কেনা দর পরিবহন খরচ) খরচ হয়েছে কেজিতে সর্বোচ্চ ২০ টাকা বাড়তি মজুদ থাকার পরও আমদানিকারকরা ইচ্ছেমতো বাজার নিয়ন্ত্রণ করতে কৃত্রিম সংকট তৈরি করে একচেটিয়া ব্যবসা করতে আমদানিকারকরা কৃত্রিম সংকট তৈরি করেন বলে জানান ব্যবসায়ীরা

ডাল ব্যবসায়ী মিজানুর রহমান জানান, আন্তর্জাতিক বাজারে দীর্ঘদিন ধরে মটরের দাম স্থির ছিল সম্প্রতি পণ্যটির বুকিং দর বেড়েছে বাড়তি

সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫