অর্থনীতির শ্লথগতিতে চীনে গাড়ি বিক্রি কমছেই

প্রকাশ: অক্টোবর ২৭, ২০১৯

চীনে গাড়ি বিক্রি পতন অব্যাহত রয়েছে চায়না অ্যাসোসিয়েশন অব অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্সের তথ্যানুসারে, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ১২ মাসে গাড়ি বিক্রি হয়েছে কোটি ১৭ লাখ যেখানে ২০১৮ সালের জুন পর্যন্ত ১২ মাসে গাড়ি বিক্রি হয়েছিল কোটি ৫৩ লাখ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধে জড়িয়ে চীনের অর্থনীতি চাপে রয়েছে

দেশটির নীতিনির্ধারকরা বিভিন্ন প্রণোদনা পদক্ষেপ গ্রহণ করলেও অর্থনীতির শ্লথগতি অব্যাহত রয়েছে দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরোর তথ্যানুসারে, ২০১৮ সালের মে মাস থেকে দেশটির ম্যানুফ্যাকচারিং কার্যক্রমে দুর্বলতা বিরাজ করছে অর্থনীতি শ্লথ হয়ে পড়ায় দেশটির ভোক্তারা ব্যয়বহুল পণ্য কেনার বিষয়ে আরো বেশি সতর্ক হয়ে উঠেছে এবং এর প্রভাব গাড়ি বিক্রিতে স্পষ্ট বোঝা যাচ্ছে বিক্রি কমে যাওয়ায় গাড়ি নির্মাতারা উৎপাদন কমিয়ে দিয়েছে

            সূত্র: রয়টার্স


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫