দৌলতদিয়ায় জেলের জালে ৩৭ কেজির বাঘাইর

প্রকাশ: অক্টোবর ২৬, ২০১৯

বণিক বার্তা প্রতিনিধি, রাজবাড়ী

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা নদীর কলাবাগান এলাকায় জেলের জালে বিশাল আকৃতির একটি বাঘাইর মাছ ধরা পড়েছে। ওজন দিয়ে দেখা গেছে মাছটির ওজন ৩৭ কেজি। 

শুক্রবার বিকেলে স্থানীয় জেলে গোবিন্দ হলদারের জালে এই মাছটি ধরা পরে। এ সময় মাছটি এক নজর দেখতে ভিড় করে জনতা।

দৌলতদিয়া ফেরিঘাটে মাছ ব্যবসায়ী শাহজাহান সম্রাট জানান, শুক্রবার বিকেলে বাঘাইর মাছটি ধরা পরার পর ৯০০ টাকা কেজি দরে মোট ৩৩ হাজার ৩০০ টাকায় ক্রয় করার পর শনিবার সকালে ঢাকার কাওরান বাজার এলাকার মাছ ব্যবসায়ী চঞ্চলের কাছে ১ হাজার টাকা কেজি দরে ৩৭ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।

তিনি আরো জানান, এ বছর হঠাৎ পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে মাঝে মধ্যে এমন বড় আকৃতির মাছ ধরা পড়ছে।


সম্পাদক ও প্রকাশক: দেওয়ান হানিফ মাহমুদ

বিডিবিএল ভবন (লেভেল ১৭), ১২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫

বার্তা ও সম্পাদকীয় বিভাগ: পিএবিএক্স: ৫৫০১৪৩০১-০৬, ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন ও সার্কুলেশন বিভাগ: ফোন: ৫৫০১৪৩০৮-১৪, ফ্যাক্স: ৫৫০১৪৩১৫